Posts

পাঠতীর্থ (Class-Xii)

Image
  Q.নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের উৎপত্তি ও জীবনচক্রের বিবরণ দাও । উত্তর : নাতিশীতোষ্ণমন্ডলের উভয় গোলার্ধে 35°থেকে 65° অক্ষাংশের মধ্যবর্তী স্থানে যে ঘূর্ণবাতের উৎপত্তি হয়, তাকে নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত বলে। [] নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত সম্পর্কে সর্বপ্রথম আলোকপাত করেন আবহবিদ ফিৎসরয় 1863 খ্রি: । পরবর্তী কালে 1918 খ্রি : নরওয়ের আবহবিদ v. বার্কনেস, J. বার্কনেস নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের সবচেয়ে জনপ্রিয় ও বহুল আলোচিত মেরু সীমান্ত মতবাদ প্রকাশ করেন । [] উৎপত্তি থেকে বিনাশ পর্যন্ত নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের জীবনচক্র 6টি পর্যায়ে বিভক্ত , এই পর্যায় গুলি হল--- 1) প্রথম পর্যায়: দুটি ভিন্নধর্মী বায়ু, যথা- শীতল শুষ্ক মেরুবায়ু ও উষ্ন ও আর্দ্র পশ্চিমা বায়ু পাশাপাশি থেকে পরস্পরের সমান্তরালে বিপরীত মুখে প্রবাহিত হয় । ফলে একটি স্থির বায়ু প্রাচীর গঠিত হয় । 2) দ্বিতীয় পর্যায়: উষ্ন বায়ু হালকা এবং শীতল বায়ু ভারী বলে উভয়ের সীমান্তে এক অস্থির অবস্থা ও আলোড়ন সৃষ্টি হয়। এই অবস্থায় উষ্ন বায়ুপুঞ্জের সামনে উষ্ম সীমান্ত ও শীতল বায়ুপুঞ্জের সামনে শীতল সীমান্ত সৃষ্টি হয় । এই পর্যায়ে ঘূর্ণবাতের উৎপত্তি পূর্ণতা পায় । 3) তৃতীয় পর্যায়: ঘ...

set-2 Answer sheet

Image
3)

পাঠতীর্থ

PRACTICAL SCALE FOR PRACTICE 👉 R.F.1:5000000 অনুযায়ী ৫০০ কিমি দৈর্ঘ্য দেখানো যাবে এমন একটি রৈখিক স্কেল আঁকো যার মুখ্য ভাগে ১০০ কিমি এবং গৌণ ভাগে ২০ কিমি পাঠ করা যাবে। 👉 R.F.1:50000 অনুসারে মানচিত্রে কোন নদীর দৈর্ঘ্য ১৫ সেমি হলে ভূমির ওপর নদীটির দৈর্ঘ্য কত ?

𝐏𝐀𝐓𝐇𝐀𝐓𝐈𝐑𝐓𝐇𝐀 (Geography)

Q. শস্যাবর্তনের সুবিধা / প্রয়োজনীয়তাগুলি উল্লেখ করো ।   3/4 উত্তর: কোনো কৃষিক্ষেত্রে পর্যায়ক্রমিকভাবে শস্যের চাষ অর্থাৎ শস্যাবর্তন পদ্ধতির প্রয়োগ ঘটালে যে সুবিধাগুলি পাওয়া যায় , সেগুলি হল— 1.জমির উর্বরতা বজায় থাকা : শস্যাবর্তন পদ্ধতিতে জমিতে দীর্ঘদিন উর্বরতা শক্তি বজায় থাকে। ফলে সারের প্রয়োগ প্রায় হয় না বললেই চলে ৷ 2.অধিক উৎপাদন : একই জমিতে বিভিন্ন ফসল পরপর নিবিড়ভাবে চাষ হওয়ায় শস্য উৎপাদনের পরিমাণ অনেকটাই বৃদ্ধি পায় । 3.আগাছা বিলোপ : এই কৃষিপদ্ধতিতে সর্বদাই ফসল উৎপাদিত হয় বলে জমি সারাবছর ধরেই আগাছামুক্ত থাকে । 4.ক্ষতির সম্ভাবনা : এই কৃষিপদ্ধতিতে বছরভর একের বেশি শস্যের চাষ হয় বলে চাষিদের ক্ষতির সম্ভাবনা প্রায় থাকে না বললেই চলে । 5.উদ্ভিজ্জ পুষ্টির সমবণ্টন : মৃত্তিকার মধ্যস্থিত উদ্ভিজ্জ পুষ্টি সমভাবে বণ্টিত হয় । কারণ এই পদ্ধতিতে অগভীর শিকড়যুক্ত শস্যের পর গভীর শিকড়যুক্ত শস্যের চাষ করা হয় । 6.স্বল্প উৎপাদন ব্যয় : মনুষ্যখাদ্যের পাশাপাশি পশুখাদ্যেরও এই পদ্ধতিতে চাষ হয় । ফলে কৃষকদের চাষের ব্যয় অনেকটাই কমে যায় । 7.অধিক লাভ : একই জমিতে বিভিন্ন শস্যের চাষ করা হয...

𝐏𝐀𝐓𝐇𝐀𝐓𝐈𝐑𝐓𝐇𝐀 (Geography)

কৃষিকাজ: লাতিন শব্দ Ager অর্থাৎ ভূমি এবং Culture অর্থাৎ কর্ষণ করা থেকে Agriculture শব্দটি এসেছে। সংজ্ঞা: অধ্যাপক জিমারম্যানের মতে , জমিতে স্থায়ীভাবে বসবাসকারী মানুষ যখন উদ্ভিদ ও প্রাণীজগতের স্বাভাবিক জন্ম ও বৃদ্ধির প্রক্রিয়ার সুযোগ নিয়ে নিজের চাহিদা মেটানোর জন্য উদ্ভিদ ও প্রাণীজ দ্রব্য উৎপাদন করে , তখন তাকে কৃষিকাজ বলে। প্রশ্ন: ব্যাপক কৃষি রপ্তানি ভিত্তিক হওয়ার কারণ গুলি কি কি? শস্যাবর্তন এর দুটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য লেখ? ভারতের ডাল চাষের সমস্যা কি কি?  3+2+2 উঃ যেসব অঞ্চলে মোট জমির তুলনায় জনসংখ্যা কম সেখানে কম , কায়িক শ্রম এবং অধিক যান্ত্রিক শক্তি ও জড়শক্তির সাহায্যে সুবিশাল কৃষিক্ষেত্রে শস্য বিশেষীকরণের মাধ্যমে যে কৃষি কাজ সম্পন্ন হয় , তাকে ব্যাপক কৃষি বলে। ব্যাপক কৃষি প্রধানত রপ্তানি ভিত্তিক তার কারণ গুলি হল- (i) অভ্যন্তরীণ চাহিদা কম: এইসব অঞ্চলে কৃষি ক্ষেত্রের আয়তন অনেক বড় সেজন্য ব্যাপক পরিমাণে কৃষিজ ফসল উৎপাদিত হয়। কিন্তু জনসংখ্যার পরিমাণ কম থাকায় অভ্যন্তরীণ চাহিদা কম ,সেজন্য উদ্বৃত্ত ফসল রপ্তানি করতে হয়। (ii) অধিক উৎপাদন : জলবায়ু ও মৃত্তিকার ওপর নির্ভর করে যে...

𝐏𝐀𝐓𝐇𝐀𝐓𝐈𝐑𝐓𝐇𝐀 (Geography Special)

👉 আজকের ক্লাসের প্রাক্টিস প্রশ্নোত্তর 1. আমাজন অববাহিকা কোন জলবায়ু বিরাজ করে => নিরক্ষীয় জলবায়ু। 2. নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে কোন বায়ুর প্রভাবে বৃষ্টিপাত হয় => আয়ন বায়ুর প্রভাবে। 3. ক্যালিফোর্নিয়া উপকূলে কোন জলবায়ু দেখা যায়=> ভূমধ্যসাগরীয় জলবায়ু। 4. ব্রিকফিল্ডর কি=> অস্ট্রেলিয়ায় উপকূলে প্রবাহিত একপ্রকার উষ্ণ বায়ু প্রবাহ। 5. কোপেন কিত জলবায়ু শ্রেণি বিভাগে Af বলতে কোন অঞ্চলকে বোঝায়=> ক্রান্তীয় বৃষ্টিবহুল অরণ্য। 6. ম্যাকুই কিসের উদাহরণ =>  একপ্রকার ঝোপ। 7. ডোলড্রাম দেখা যায় কোন অঞ্চলে => নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে। 8. পাইন/ফার /রোজউড /লাল -কোনটি মৌসুমী অঞ্চলের স্বাভাবিক উদ্ভিদের উদাহরণ => শাল। 9. মৌসুমী শব্দের অর্থ কি=> ঋতু। 10. MONEX- এর অর্থ কি -উপগ্রহ মারফত মৌসুমী গবেষণা-সংক্রান্ত কর্মসূচি। 11. চির গোধূলির দেশ কাকে বলে-নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের দেশসমূহকে। 12. ফিনবস কি? =>দক্ষিণ আফ্রিকায় ছোট ছোট ফুলে ঢাকা ঝোপঝাড় কে স্থানীয় ভাষায় ফিনবস্ বলে। 13. চাপারাল কি=> ক্যালিফোর্নিয়ায় কাঁটাযুক্ত ঝোপ ঝাড় কে চাপারাল বলে। 14. ভারতের মৌসুমী গ...

Geography- (সামুদ্রিক কার্যকলাপ)

Image
                                    (Q) সমুদ্রতরঙ্গের সঞ্চয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ গুলির চিত্রসহ বিবরণ দাও । 5/4/3 উত্তর: সমুদ্রতরঙ্গের সঞ্চয়কার্যের ফলে উপকূল অঞ্চলে বিভিন্ন প্রকার বৈচিত্র্যময় ভূমিরূপের সৃষ্টি হয়। প্রধান ভূমিরূপ গুলি নিম্নে আলোচিত হল-- 1) সামুদ্রিক বাঁধ : সমুদ্রতরঙ্গ ও সমুদ্রস্রোত দ্বারা বয়ে আনা বালি ,নুড়ি , প্রস্তরখণ্ড ইত্যাদি বস্তুর সঞ্চয়ে সমুদ্রবক্ষে নিমজ্জিত অথবা সমুদ্রপৃষ্ঠের ঊর্ধ্বে জেগে ওঠা সংকীর্ণ স্তূপকে বাঁধ বলে । যেমন- কৃষ্ণা , গোদাবরী নদীর মোহনায় এরূপ বাঁধ দেখা যায় । ( i) প্রচুর ক্ষয়জাত পদার্থসহ জলরাশি উপকূলের সমান্তরালে প্রবাহিত হলে , তটরেখা অনিয়মিত হলে চরবাঁধের সৃষ্টি হয় । বাঁধ বিভিন্ন প্রকার হতে পারে ; যথা- 👉 পুরদেশীয় বাঁধ যেমন- ওড়িশা ও কেরলে দেখা যায়। 👉 অনুতটীয় বাঁধ- এগুলি সাধারণত ভাটার সময় দেখা যায়।  👉 প্রতিবন্ধক বাঁধ- যেমন- টেক্সাস উপকূলের পাদ্রা। 2) স্পিট : যখন বাঁধের একপ্রান্ত স্থলভাগের সঙ্গে এবং অন্য প্রান্ত সমুদ্রের দিকে প্রসারিত হয় ,তখন ...