পাঠতীর্থ (Class-Xii)
Q.নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের উৎপত্তি ও জীবনচক্রের বিবরণ দাও । উত্তর : নাতিশীতোষ্ণমন্ডলের উভয় গোলার্ধে 35°থেকে 65° অক্ষাংশের মধ্যবর্তী স্থানে যে ঘূর্ণবাতের উৎপত্তি হয়, তাকে নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত বলে। [] নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত সম্পর্কে সর্বপ্রথম আলোকপাত করেন আবহবিদ ফিৎসরয় 1863 খ্রি: । পরবর্তী কালে 1918 খ্রি : নরওয়ের আবহবিদ v. বার্কনেস, J. বার্কনেস নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের সবচেয়ে জনপ্রিয় ও বহুল আলোচিত মেরু সীমান্ত মতবাদ প্রকাশ করেন । [] উৎপত্তি থেকে বিনাশ পর্যন্ত নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের জীবনচক্র 6টি পর্যায়ে বিভক্ত , এই পর্যায় গুলি হল--- 1) প্রথম পর্যায়: দুটি ভিন্নধর্মী বায়ু, যথা- শীতল শুষ্ক মেরুবায়ু ও উষ্ন ও আর্দ্র পশ্চিমা বায়ু পাশাপাশি থেকে পরস্পরের সমান্তরালে বিপরীত মুখে প্রবাহিত হয় । ফলে একটি স্থির বায়ু প্রাচীর গঠিত হয় । 2) দ্বিতীয় পর্যায়: উষ্ন বায়ু হালকা এবং শীতল বায়ু ভারী বলে উভয়ের সীমান্তে এক অস্থির অবস্থা ও আলোড়ন সৃষ্টি হয়। এই অবস্থায় উষ্ন বায়ুপুঞ্জের সামনে উষ্ম সীমান্ত ও শীতল বায়ুপুঞ্জের সামনে শীতল সীমান্ত সৃষ্টি হয় । এই পর্যায়ে ঘূর্ণবাতের উৎপত্তি পূর্ণতা পায় । 3) তৃতীয় পর্যায়: ঘ...