পাঠতীর্থ
PRACTICAL
SCALE FOR PRACTICE
👉 R.F.1:5000000 অনুযায়ী ৫০০ কিমি দৈর্ঘ্য দেখানো যাবে এমন একটি রৈখিক স্কেল আঁকো যার মুখ্য ভাগে ১০০ কিমি এবং গৌণ ভাগে ২০ কিমি পাঠ করা যাবে।
👉 R.F.1:50000 অনুসারে মানচিত্রে কোন নদীর দৈর্ঘ্য ১৫ সেমি হলে ভূমির ওপর নদীটির দৈর্ঘ্য কত ?